দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি’ ‘চল করি বৃক্ষরোপন, পৃথিবী হবে সৌন্দর্য ভুবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলা শাখা।

সোমবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল সরকারি কলেজ, শ্রীকাইল কে কে বহুমুখী উচ্চ বিদ্যালয়, নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ চারা গাছ রোপণ করা হয়।

বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলার আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রীকাইল সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন, সহিদুল হক, লুৎফর রহমান,
আলমগীর বেগ, বিএনসিসির প্রশিক্ষক কর্পোরাল শহীদুল ইসলাম, শ্রীকাইল কে কে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সহকারী শিক্ষক নাছির উদ্দিন, এমরান হোসেন, নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেকুর রহমান, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব এনামুল হক, যুগ্ম-আহ্বায়ক মো কাজল, যুগ্ম-সদস্য সচিব নিপুন বনিক, নির্বাহী সদস্য ওসমান গনি প্রমুখ। এছাড়াও কলেজের বিএনসিসি ক্যাডেট, বিদ্যালয়ের স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/রাআ