বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে সমালোচিত এক নাম কাজী সালাউদ্দিন। গতকাল সাংবাদিকদের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্যের পর আজ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। এসবের মাঝে ক্রীড়া লেখক সমিতির খেলোয়াড়দের অনারারি (সম্মানসূচক) সদস্যপদ থেকে বহিষ্কার হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
অনারারি সদস্যপদ বাতিল করার কারণ সম্পর্কে ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক সামন হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ, বক্তব্য সব কিছুই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থি। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই ক্রীড়া লেখক সমিতি কার্যনির্বাহী কমিটি জরুরি সভা করে কাজী সালাউদ্দিনের অনারারি সদস্য পদ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। কাজী সালাউদ্দিনের বহিষ্কারাদেশের পাশাপাশি সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যেরও নিন্দা জ্ঞাপন করেছে এই সংগঠনটি।
মঙ্গলবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে মিডিয়া ব্রিফিং শুরুর আগে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সাংবাদিকদের নিয়ে কাজী নাবিল আহমেদের করা বেফাঁস মন্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সবমিলিয়ে চারিদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।