মাদারীপুরের রাজৈরে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাভলু বয়াতি (৪৫) একই গ্রামের মৃতঃ ইসরাফিল বয়াতির ছেলে এবং ইজিবাইক চালক। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই বাবুল বয়াতির স্ত্রী পারুল বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল ও লাভলুর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরে ছোট ভাই লাভলু রোববার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলে বড় ভাই বাবুলের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এসময় লাভলু মাটিতে লুটে পড়ে যায়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাভলুকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর থেকেই বড় ভাই বাবুল পলাতক রয়েছে।

নিহত লাভলু বয়াতির স্ত্রী নাসিমা বেগম (৩৫) ও একমাত্র মেয়ে তানিয়া আক্তার (২০) জানান, তারা ঢাকায় বসবাস করতেন। নিজ বাড়িতে ফিরে আসার পর থেকেই তাদের মারধর করতো বাবুল। পুরনো ঘর ভেঙে তাকে জায়গা ছেড়ে না দেওয়ায় ইট দিয়ে পিটিয়ে লাভলুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের।

এ ব্যাপারে অভিযুক্ত বাবুল বয়াতি পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই বাবুল বয়াতির স্ত্রী পারুল বেগমকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।