টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে ৭বছওে শিশু কে ধর্ষনের চেষ্টা করেছে ঐ গ্রামের মোঃ হবি মিয়া(৫৫)এর বিরুদ্ধে।এ ব্যপারে মেয়ের মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।মেয়ে স্থানীয় একটি মাদ্রসায় ১ম শ্রেনীর ছাত্রী।সোমবার( ২৭ মে) এ ঘটানাটি ঘটে।

মামলার বিবরন ও এলাকাবাসী জানায় উপজেলা কাইতগ্রামে হিটলু মিয়ার মেয়ে পাশের বাড়ির মেয়ের সাথে খেলতে যায়।এ সময় হবি মিয়া শিশুটির মুখ চেয়ে ধরে ঘরের ভিতরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়।মেয়ের খোজ না পেয়ে আশে পাশে খোজাখুজি শুরু করে। এ  সময় পাশের মন্ডল বাড়ি জনৈক্য খোরশেদ আলীর বাড়িতে দুজন কে বিবস্ত্র অবস্থায় দেখতে পায় মেয়ের মায়ের উপস্থিতি টের পেয়ে ধর্ষনের চেষ্টায় থাকা অবস্থায় ফেলে রেখে চলে যায়।

বিষয়টি ইউনিয়ন পরিষদের সদস্য জানালে তাদের সহযোগিতায় থানায় মামলা করা হয়।

এ বিষয়ে ঘাটাইল থানায় পুলিশের উপপরিদর্শক(এসআই) রুবেল জানান থানায় মামলা হয়েছে আসামী ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।