প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ্এমপি বলেছেন, মালয়েশিয়া প্রবাসীরা পাসপোর্ট রিনিউ করতে যে দীর্ঘ সময় লাগছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর আগে মালয়েশিয়া দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে ৫ থেকে ৬ মাস লাগছে বলে অভিযোগ করেন প্রবাসীরা। এতে করে তারা রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধতা গ্রহন করতে বিলম্ব হচ্ছে বলে প্রবাসীরা অভিযোগ করেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। তিনি সারাজীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু সব সময় গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন।
রাজধানী কুয়ালালামপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বঙ্গন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে “বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির সভাপতি দাতো আব্দুর রউফ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধক ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু।
এসময় প্রধান আলোচক ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী ১ আসনের সাংসদ লে.কর্ণেল (অব:) মোহাম্মদ নূরুল ইসলাম হিরু এমপি ও নারায়নগঞ্জ ২ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। আমন্ত্রিত অতিথি ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক অহিদুর রহমান অহিদ।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি দাতোশ্রী কামরুজ্জামান কামাল ও দাতোশ্রী জালাল উদ্দিন সেলিম, মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল হোসেন বাবুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক বশির আহমদ ফারুক, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর আল-বাসার সোহেল প্রমূখ।
আলোচনায় সভায় বক্তারা বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও দেশপ্রেমকে বুকে ধারণ করে সোনার বাংলা বাস্তবায়নে কাজ করি তাহলে তার স্বপ্ন পূরণ হবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে।’
বার্তাবাজার/এম আই