ঢাকার সাভারের সিএন্ডবি থেকে আশুলিয়া বাজার পর্যন্ত রাস্তার চলাচল অনুপযোগী বিভিন্ন অংশের সাময়িক সংস্কার করেছে সাভার উপজেলা প্রকৌশল বিভাগ। এর আগে গত ২৭ মে, ২০২৩ তারিখ অনলাইন পোর্টাল বার্তা বাজারে ‘সিএন্ডবি থেকে আশুলিয়া বাজার রাস্তার সংস্কার জরুরী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেসময় সাভার উপজেলা প্রকৌশলী জানিয়েছিলেন, জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত রাস্তাটির সাময়িক সংস্কার করা হবে।
বিষয়টি সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলামকে ও জানানো হয়েছিলো। আসন্ন বর্ষায় এই রাস্তায় চলাচলকারী যাত্রীদের ভোগান্তি নিরসনে তাঁর ত্বরিত পদক্ষেপই রাস্তাটির সাময়িক সংস্কারে ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, সিএন্ডবি থেকে আশুলিয়া বাজার পর্যন্ত কলমা, আনারকলি, দোসাইদ বাজারের একটু আগে এবং চারাবাগের নতুন কাজ হওয়া রাস্তার সম্মুখে বিভিন্ন স্পটে রাস্তার অবস্থা খুবই শোচনীয়। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা ছিলো কলমা এলাকার দুইটি ‘স্পটে’।
সোমবার (৫ জুন) সরেজমিন কলমা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার সেই ভয়াল খানাখন্দ গুলো ইট-বালু দিয়ে সমান করা হয়েছে। ফলে আপাতত ওসব অংশে যানবাহন আগের চেয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে।
বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্টের ছাত্রী নুর-ই-তাসনিম রাস্তাটির সাময়িক সংস্কারকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘ভয়াবহ এক ভোগান্তির হাত থেকে আপাতত রক্ষা পেলাম। এই পথে চলাচলে অনেক কষ্ট হতো, জ্যামে সময় নষ্ট হওয়ায় সময়মতো ভার্সিটিতে পৌঁছাতে পারতাম না।’
একইভাবে নিজের সন্তোষ প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্র অনিক আনোয়ার। এছাড়াও, এই পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীগণও এই আপাত সংস্কারে খুশী। তবে তারা সকলে দ্রুত এই সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এব্যাপারে মুঠোফোনে সাভার উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য জানান, এই বর্ষায় রাস্তাটি যাতে চলাচল উপযোগী থাকে সেজন্য নিজেদের বাজেটে রাস্তার বিভিন্ন অংশের সাময়িক সংস্কার করছি। এছাড়া এই রাস্তার সংস্কারে ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করা যায় দ্রুত রাস্তাটির পূর্ণ সংস্কারের মাধ্যমে এই পথে চলাচলকারীদের ভোগান্তির নিরসন হবে।
বার্তাবাজার/এম আই