বর্তমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের প্রস্তাব করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান। আজ রবিবার (২ জুন) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধি দল। বৈঠকে এ প্রস্তাব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান।

বৈঠক শেষে ইফতেখারুজ্জমান বলেন, নির্বাচন ব্যবস্থা যেটি আছে এটিকে আমরা পরিবর্তনের প্রস্তাব করেছি। কারণ স্বাধীনতার পর থেকে একই ব্যবস্থা রয়েছে এটিকে পরিবর্তন করা দরকার। যার মধ্যে একটি পদ্ধতি রয়েছে সমানুপাতিক পদ্ধতি। সেটি সম্পর্কে নির্বাচন কমিশনও একমত হয়েছে। তারা আমাদের পরামর্শ দিয়েছেন এই বিষয়ে আরও চাহিদা সৃষ্টি করা।

তিনি বলেন, দ্বিতীয় বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে নির্বাচন যেটি হয়েছে সেটি প্রতিযোগীতামূলক হয়েছে বলে ধারণা করা হয়। আমরা বলেছি প্রতিযোগীতা হয়েছে নিজেদের মধ্যে। সে বিষয়েও নির্বাচন কমিশন আমাদের সঙ্গে একমত। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যতটুক সক্ষমতা ছিল সে অনুযায়ী তাদের ভূমিকা তারা পালন করেছে। এই কথাটুকু তারা আমাদের বলেছে।

দফায় দফায় জাতীয় সংসদের ভোট করা যায় কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে বলেছেন। আমরাও বিষয়টি নিয়ে ভাবতে পারি। সেটা হলো আমাদের যে নির্বাচন হয় একদিনে। বিশাল কর্মযজ্ঞ। সেটাও ভেবে দেখা দরকার। একদিনে ৩০০ আসনে নির্বাচন না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এটিকে পাঁচ দফায় করা যায় কিনা।