ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ব্যানারে দলটির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব আমিন হোসেন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন, টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী ও উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।