রাজধানী উত্তরায় মলম পার্টির ৩ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু ওরফে মো. হীরা, খোকন ও সবুজ মিয়া।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, গত ১০ মে বিকালে এক ভুক্তভোগী ঠিকাদারি কর্মচারীদের বেতন দিতে হেড অফিস থেকে ১ লাখ ২২ হাজার টাকা নিয়ে কাকলী থেকে বাসে ওঠেন। বাস থেকে নেমে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন। সে সময় বাসে একজন হকার ওঠে। সে বাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির উদ্দেশ্যে যাত্রীদের সাথে কথা বলার এক পর্যায়ে প্রত্যেক যাত্রীকে একটি করে বই দেয় পড়ার জন্য । ভিকটিম বইটি পড়ার সময় খেয়াল করে তার চোখে ঘুম ঘুম ভাব চলে আসছে। এরপর ঐ হকার কিছু যাত্রীকে বিনামূল্যে কম্পানির প্রচারের কথা বল একটি করে চকলেট জাতীয় ওষুধ ও পানি দিয়ে খেতে বলে। কিন্তু হকারের কথা বিশ্বাস করে সরল মনে হকারের কাছ থেকে সেই চকলোট জাতীয় ওষুধ ও পানি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
পরে তার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখেন তিনি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি। তার কাছে থাকা টাকা পয়সা, মানিব্যাগ, মোবাইল ফোন ও এয়ারপোর্ট সিকিউরিটি পাস কিছুই আর নেই।
শরীর কিছুটা সুস্থ হলে ভুক্তভোগী ব্যক্তি ডিএমপির তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলার সূত্র ধরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
বার্তা বাজার/এইচএসএস