নোয়াখালী হাতিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১ জুন) সকালে বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম হাসান।

সংবর্ধনা উপলক্ষ্যে বিদ্যালয়ের মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। অনুষ্ঠানের প্রথমে ফুল দিয়ে বরণ করা হয় প্রধান অতিথিকে। পরে বিদ্যালয়ের স্কাউট দলের অংশগ্রহনে আনুষ্ঠানিক সালাম দেওয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিবাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রায় দুই হাজার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোহাম্মদ আলী বলেন, আমি ১৯৬৭ সালে এই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। এই বিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। চার বার নদী ভাঙ্গনের কবলে পড়ে আজ বিদ্যালয়টি এখানে পূন স্থাপন করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল সমস্যা আমি সমাধান করবো।

 

বার্তা বাজার/এইচএসএস