ভারতে সপ্তম ও শেষ দফায় ৫৭ আসনে ভোটগ্রহণের মাধ্যমে আজ শনিবার (১ জুন) শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে শেষ দফায়। এসব আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কন্যাকুমারীর ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেছেন। আজ সন্ধ্যা ৬টায় ধ্যান ভাঙবেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ধ্যান করার সময় তরল জাতীয় খাবার খাচ্ছেন মোদি। মৌনব্রত পালন করছেন তিনি।
বার্তা বাজার/এইচএসএস