শনিবার নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’

পরীমণির পোস্ট দেখে আন্দাজ করা যায় রাজকে নিয়েই কথাটি লিখেছেন তিনি। এদিকে ওই পোস্টে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘কে খাইলো তোমার রান্না? উত্তরে পরী লিখেছেন, আছে এক টোকাই। তার বিয়ার নিউজের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!’

এতে স্পষ্ট যে রাজকে নিয়েই পোস্ট দিয়েছেন পরী। কেননা কদিন আগে গুঞ্জন ওঠে বুবলীকে বিয়ে করেছেন রাজ। কথাটি ছড়িয়েছিল উইকিপিডিয়া থেকে। বিষয়টি উঠে এসেছিল সংবাদের শিরোনামেও। যদিও এটি গুজব হিসেবে ধরা হয়েছে। কেননা উইকিপিডিয়ায় যে কেউ চাইলে তথ্য সম্পাদনা করতে পারেন। তবে পরীমণির কথানুযায়ী রাজেই ওই কথিত বিয়ের সংবাদ ঢাকা হয়েছে পরীমণি ও তার সন্তানকে দিয়ে।

বার্তা বাজার/এইচএসএস