জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘নজরুল পদক-২০২৪’ পেতে যাচ্ছেন চারজন গুণীব্যক্তি। কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন উপলক্ষে এই পদকের জন্য তাদের নির্বাচিত করেন গঠিত কমিটি।

নজরুল পদকের জন্য নজরুল সঙ্গীতে নির্বাচিত হয়েছেন সঙ্গীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় নির্বাচিত হয়েছেন ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ। আগামীকাল (২ জুন) ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে নির্বাচিত চার জনের হাতে পদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ২৪, ২৫ ও ২৬ মে এবং ২ জুন চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আয়োজনের সমপনী পর্বেই থাকছে ‘নজরুল পদক-২০২৪’ প্রদান।