মাগুরার শ্রীপুর উপজেলার ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সরকারি শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনুর মোল্লা।
শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যার সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ।
সম্মেলনের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার।
বার্তাবাজার/এম আই