গ্রীষ্মকালীন ফলের মৌসুম চলে এসেছে। গ্রীষ্মের গরম যেমন একদিকে নিয়ে আসে তাপদাহ অন্যদিকে মৌ মৌ সুগন্ধের সাথে নানারকম ফল। গ্রীষ্মের এই মৌসুমে বাহারি ফলের সমাহার নিয়ে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এডাস্ট) মৌসুমী ফল উৎসব আয়োজন করেছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।

শুক্রবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের বিভাগটির কক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার, সম্মানিত সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব গোলাম সরোয়ার কবির ও অধ্যাপক ড. এম শাহীন খান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং ব্র্যান্ড, কমিউনিকেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর উপদেষ্টা প্রফেসর ড. মো শাহরুখ আদনান খান। বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম, কো-অর্ডিনেটর জোবায়ের আহমেদ, লেকচারার কেয়া বোস ও নুসরাত জাহান শুচি ।