রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে নকশা বহির্ভূত বেশ কয়েকটি ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। গতকাল বৃহস্পতিবার অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক।
এসময় ঐ এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন বেশ কয়েকটি ভবনে রাজউকের আওতাধীন জোন-২/১ এলাকায় উচ্ছেদ অভিযানসহ মুচলেকা নেওয়া হয়।
অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক সাংবাদিকদের জানান, ‘রাজউকের জোন ২/১ দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় নকশাবহির্ভূত বেশ কিছু ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এসময় বেশ কিছু ভবনের বর্ধিতাংশ অপসারণ ও মুচলেকা গ্রহণ করি। সেই সাথে অন্য কেউ যাতে পরবর্তীতে অনুমোদনকৃত নকশার বাইরে ভবন নির্মাণ না করে তার সতর্ক বার্তাও দেয়া হয়েছে। কারণ নকশা বহির্ভূত ভবনে উচ্ছেদ অভিযান রাজউকের একটি নিয়মিত এবং চলমান প্রক্রিয়া। এছাড়াও অনুমোদিত নকশার সাথে গরমিল না করে সঠিক ভাবে ভবন নির্মাণের জন্য ভবন মালিকদেরকে সচেতন করা হয়েছে।’
স্থানীয়দের মতে, নকশা বহির্ভূত ভবন উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকলে আর কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। এমনকি রাস্তার জায়গা দখল করেও ভবন নির্মাণের সাহস কেউ পাবে না।
উচ্ছেদ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড্ প্রকৌশলী ইঞ্জি. পলাশ শিকদার , সহকারী অথরাইজড্ অফিসার মো. খাইরুজ্জামান, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং আবু হেনা, ইমারত পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, আমিন কবির, মাসুদুর রহমানসহ রাজউকের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এসময় ইঞ্জি. পলাশ শিকদার সাংবাদিকদের বলেন, ‘আমি সব সময় আমার দাযিত্বে অবিচল থেকে কাজ করার চেষ্টা করেছি। আমি যতদিন আছি ততদিন সঠিক নিয়মেই আমার সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া কেউ যদি অন্যায় আবদার করে তা রক্ষা করাও আমার পক্ষে সম্ভব নয়। তাই তিনি রাজউকের অনুমোদন নিয়ে সে অনুযায়ী ভবণ নির্মাণ করার পরামর্শ দেন ভবণ মালিকদের।
বার্তা বাজার/এইচএসএস