পারিবারিক বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামীর ছুরিঘাতে স্ত্রী সালেহা বেগম (৬০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার খাড়েরা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ঘাতক স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ জানান, পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে সালেহা বেগমের সঙ্গে তার স্বামীর প্রায়ই বাকবিতণ্ডা হতো। একই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে কলহ শুরু হয়।
এর জেরে আব্দুর রহিম তার স্ত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা বাজার/এইচএসএস