ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্বাচনী সহিংসতায় পৃথক দু’টি ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান বেলায়েত হোসেন ও টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম মিজানুর রহমানের কর্মী বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন অফিস ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খান বেলায়েত হোসেনের কয়েকজন কর্মী উপজেলার পানাইল এলাকায় প্রচারণায় যায়। পরে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তাহিদুর মুক্ত’র ওই এলাকার সমর্থক নেওয়াজসহ আরও কয়েকজন দোয়াত কলম প্রতীকের কর্মী উপজেলার কামারগ্রাম এলাকার শিমুল মোল্যার ওপর হামলা চালায়। হামলায় শিমুল মোল্যাকে গুরুতর পিটিয়ে ও ডানহাতে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অপরদিকে একইদিন সকাল ১১টায় উপজেলার কুচিয়াগ্রাম এলাকায় টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মিজানুর রহমানের কর্মী ও একই এলাকার বাসিন্দা মো. কায়েম হোসেন পোস্টার টাঙাতে যায়। পরে জোড়া ফুল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহমান জিকো ৫-৬ জন লোক নিয়ে কায়েম হোসেনকে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ‘নির্বাচনী সহিংসতা যাতে না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। পৃথক দু’টি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বার্তা বাজার/এইচএসএস