রেশন দুর্নীতি মামলায় নাম জড়ালো টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। আগামী ৫ জুন অভিনেত্রীকে ডাকা হয়েছে ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে বেলা ১১টায় হাজির থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।
প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাংকে লেনদেনের তথ্যর ওপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।
ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া জানতে ঋতুপর্ণার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যক্তিগত কাজে এই মুহূর্তে যুত্তরাষ্ট্রে রয়েছেন অভিনেত্রী।
বার্তা বাজার/এইচএসএস