নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৩ বছর পর হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪।

তৃতীয়বারের মতো নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল শুক্রবার (৩১ মে) এবং শেষ হবে ১ জুন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ভবনে এক প্রেস কনফারেন্সে সার্বিক আয়োজন নিয়ে ব্রিফিং করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরী এবং সহ সভাপতি ( প্রশাসন) মাহমুদুল হাসান লোমান।

আয়োজকরা জানান,’মগজে দূর করি মননে কলংক’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ডিবেটিং সোসাইটি আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল ৩১ মে উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। মোট ৩২টি বিশ্ববিদ্যালয়ের টিমের অংশগ্রহণে উদ্বোধনী দিনে ৬ রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হবে।

সেরা ২টি দলের মধ্যকার ফাইনাল রাউন্ড আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ফাইনালে বিজয়ী দলের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। বিতর্ক পরিচালনায় ৩০ বিচারক এবং ২ শতাধিক আয়োজক কমিটি এই আয়োজনে যুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।

বার্তা বাজার/এইচএসএস