নটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন ও রেললাইন অবরোধ করেছে স্থানীয়রা।

রবিবার (০৪ জুন) সকালে গোপালপুর বাসীর ব্যানারে আজিমনগর রেলওয়ে স্টেশন চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেননাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, উত্তরবঙ্গ আখ চাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর জেলা আওয়ামী লীগেরসাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি খন্দকার সহিদুল ইসলাম, সুমীর কুমার প্রমুখ।

মানববন্ধন শেষে স্থানীয়রা রেললাইন অবরোধ করে লাল কাপড় টাঙ্গীয়ে ঢাকা-রাজশাহীগামী আন্ত:নগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ২ মিনিট ও খুলনা-পার্বতিপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেন ৪ মিনিট সময় আটকে রাখে কিছুক্ষণ পর ছেড়ে দেয়। পরে গোবরা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্ট করে ব্যর্থ হয়ে আন্দোলনকারীদের একটি অংশ ক্ষিপ্ত হয়ে স্টেশনে হামলা চালিয়ে টিকিট কাউন্টারের কাঁচ ভাংচুর করে।

এঘটনায় রেলওয়ে পুলিশ ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। দুপুরেই স্টেশন ক্লোজিং ডাউন করা হয়েছে। আটককৃতরা হলো- সাদিক,রেদোয়ান,শরিফুল,মমিন।  ঈশ্বরদী জিআরপি থানার ওসি মিহির কর্মকার বলেন, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ললপুর থানায় আনা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আমিনুল ইসলাম স্টেশন ক্লোজিং ডাউনের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/রাআ