ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেছেন পাঁচ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি।

বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় তার কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি।

সভায় উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেন, আগে খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করা হতো। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উপকারভোগীরা এখন ভালো চাল খেতে পারছে। এখন আর ডিপ টিউবওয়েল নিতে সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ দিতে হয় না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম শেখ, স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ আব্দুর রাজ্জাক, বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, উপজেলা যুবলীগ নেতা মো. আশিকুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল প্রমুখ।

বার্তা বাজার/এইচএসএস