ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে পটুয়াখালীর কলাপাড়ায় এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর উদ্দেশে ঢাকা থেকে রওনা করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো কলাপাড়া শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শহরে সিসি ক্যামেরা স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ শেষে উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিমালে কৃষি খাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।