ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার উরফে হালিমা আক্তারের সন্ধান পেয়েছে বিজয়নগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়নগঞ্জ জেলার কাঁচপুর থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ তাকে আনতে নারায়নগঞ্জ রওয়ানা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রীতি খন্দকারকে থানায় নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারবো।
প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার জানান, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুই নারী সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারনায় যায় প্রীতি।
হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সাথে ভিতরে কথা বলছিলেন। ১০মিনিট ২০মিনিট পর ভিতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাচ্ছিলো না। পরে তিনি এ বিষয়ে বিজয়নগর থানায় জিডি করেন। স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
বার্তা বাজার/এইচএসএস