টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিগর, দিঘলকান্দি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপি, ছাত্রদল,যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী, এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মন্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, জি,বি,জি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল মিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, সাবেক সাধারণ সম্পাদক আফজালুর রহমান আফজাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুণ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মিরাদ হাসান রুবেল সহ উপজেলা, ইউনিয়ন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বার্তা বাজার/এইচএসএস