বুধবার (২৯ মে) দিবাগত রাতে হঠাৎ নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি। ‘আমার ফ্রিজ-এর আত্মকাহিনী’ ক্যাপশনে ওই ভিডিওতে নিজের ব্যবহৃত ফ্রিজের ভিতরকার চিত্র তুলে ধরেছেন অভিনেত্রী।
মধ্যরাতে পরী তার ফ্রিজ খুলে ভক্তদের দেখান, সেখানে মূলত কী কী রয়েছে। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরাও। পুরো ফ্রিজভর্তি বাহারি সব মিষ্টির আইটেম।
রসগোল্লা থেকে শুরু করে মিষ্টি, দই, কেক, সন্দেশ….এমন কিছু নেই যা পরীমণির ফ্রিজে ছিল না। এই নায়িকা কতটা মিষ্টি পছন্দ করেন, সেই গোপন তথ্যই যেন ফাঁস হলো এই ভিডিওতে।
ভক্তরাও পরীর এ ভিডিও লুফে নিয়েছেন। নায়িকার ফ্রিজে বক্স ভর্তি বিভিন্ন আইটেমের মিষ্টি দেখে নিজেদের লোভের কথা জানিয়েছেন। কেউ কেউ আবার মিষ্টি কম খাওয়ার পরামর্শ দিয়েছেন।
বার্তা বাজার/এইচএসএস