রাজধানীর উত্তরার ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরিয়ে মানুষের চলাচলের রাস্তা নিরবিচ্ছিন্ন রাখতে কাজ করছে ট্রাফিক উত্তরা বিভাগ। তারই অংশ হিসেবে ট্রাফিক উত্তরা বিভাগের ডিসি নাবিদ কামাল শৈবাল এর নির্দেশনায় আজ বুধবার বিকেলে উত্তরার রাজলক্ষ্মীর ২নং রোডের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিকের উত্তরা জোনের এডিসি কামরুজ্জামান এর তত্বাবধানে আজ ৩নং সেক্টরের রাজলক্ষ্মী মার্কেটের পিছনের ২নং রোডের উপরে ব্যবসা করা ৭টি ভ্যান ডাম্পিং এ পাঠানো হয়। এসময় অন্য অবৈধ দোকানগুলোও দ্রুত সরিয়ে ফেলা হয়। অভিযানের পর রাজলক্ষ্মী এলাকার যানজট অনেকটাই কমে আসে।
দীর্ঘদিন এই সড়কে ভ্যানের রাজত্ব ছিলো। আস্তে আস্তে অভিযান পরিচালনা করায় এই রোডে এখন স্বাচ্ছন্দ্যে গাড়ি চলাচল করছে।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন এসি ট্রাফিক এয়ারপোর্ট জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, টি আই জসীমউদ্দিন ইউনুস মিয়া আখন্দসহ ট্রাফিকের ফোর্স অফিসাররা।