তৃতীয় ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমে ধীরগতির কারনে ভোট গ্রহনে বিলম্ব হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক ভোটার উপস্থিতি থাকলেও অনুপাতিক হারে ভোট গ্রহন হচ্ছে কম। কেন্দ্রগুলোতে পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। টেলিফোনের এজেন্ট বাহির করে দেওয়া ও প্রিসাইডিং কর্মকর্তার সাথে আনারস প্রতিকের এজেন্টদের অসদাচরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত টেকনাফ সদরের লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা, লেঙ্গুরবিল জামেয়া ইসলামিয়া, টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, চৌধুরীর পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে।
কেন্দ্রগুলোতে অধিকাংশ ভোটারদের অভিযোগ, কীভাবে ইভিএমে ভোট দিতে হয় তা তারা জানেন না। ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি বুঝতে তাদের সমস্যা হচ্ছে।
এদিকে লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা কেন্দ্রে আনারসের এজেন্ট রিয়াজ ও চেয়েরম্যান প্রার্থী জাফর আহমদের ভাই জালাল মেম্বার মিলে টেলিফোন প্রতিকের এক এজেন্টকে বাহির হয়ে যেতে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং বেলাল উদ্দীনের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
বেলাল উদ্দীন জানান, কেন্দ্রে নির্বাচনী অচরনবিধি ভঙ্গকরার চেষ্টা করছেন আনারসের এজেন্টরা তারা। বারবার সতর্ক করার পরেও নিষেধ অমান্য করার অভিযোগে আনারসের এক এজেন্ট রিয়াজকে বাহির করে দেয়া হয়েছে। একই ভাবে বেশ কয়েকটি কেন্দ্রে আনারস মার্কার এজেন্টদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।
বেলাল উদ্দীন আরো বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ নিরক্ষর। ইভিএমে কীভাবে ভোট দিতে হয় তারা জানেনা। এই কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ৫০০ ভোট পড়েছে ।
এদিকে চৌধুরীর পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং রবিউল একই সমস্যার কথা উল্লেখ করে বলেন, এই কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকার পরেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১০০টা ভোট পড়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৯৪।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ইভিএম কিছু ক্ষেত্রে হয়তো কাজ করতে পারে না। কিন্তু ট্রাবলশুট করার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। এর জন্য প্রতিটি কেন্দ্রে আমাদের কারিগরি লোক রয়েছে। ৫-১০ মিনিটের মধ্যে তারা সমস্যা সমাধান করে দিচ্ছেন। তবে ভোটারদের অজ্ঞতার কারনে ভোট গ্রহন বিলম্ব হচ্ছে বলে দাবী করেন তিনি।
এদিকে টেকনাফ উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। ৬০টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে বৈরী আবহাওয়ার কারনে বৈরী আবহাওয়ার কারনে ভোট গ্রহনের সরঞ্জাম সর্বরাহ করতে না পারায় গত কাল রাতেই এক বিজ্ঞপ্তিতে সেন্টমার্টিনে ভোট গ্রহন স্থগীত করেছে নির্বাচন কমিশন।
বার্তা বাজার/এইচএসএস