জামালপুরের সরিষা বাড়ীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া, বারইপটল, আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী, তরুনিআটা, গোয়ালবাথান বাজারে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি আব্দুস সামাদ আজাদ তারা।
এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি আব্দুস সামাদ আজাদ তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন।
শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ৪ লেন ও ৮ লেনের রাস্তা করেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।
বার্তা বাজার/রাআ