কক্সবাজার টেকনাফে বসতঘরে অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা বড়ি ও নগদ ৯৮ হাজার টাকা সহ আসমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ এক বিজ্ঞপ্তিতে ২৭ মে বিকেল সাড়ে টার দিকে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। ধৃত নারী ওই এলাকার মনির উল্লাহর স্ত্রী।

র‍্যাব জানায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় মনির উল্লাহর বাড়ির সামনে অভিযান চালায় র‍্যাব। এসময় র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে পালানোর সময় আসমা আক্তারকে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়। পরে ওই নারীর স্বীকারোক্তি মতে তার বসত ঘরের খাটের নিচ থেকে ৬০ হাজার পিস ইয়াবা বড়ি ও ঘরে গচ্ছিত মাদক বিক্রির ৯৮ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়।

এই ঘটনায় ধৃত নারীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।