জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে ‘JKKNIU To ABROAD’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলায় কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনষ্ঠানটির সভাপতিত্ব করেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি আব্দুল আওয়াল। সেমিনারে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দ্বিতীয় পর্বে সেমিনারটির টাইটেল স্পন্সর ‘Western Education’ এর পক্ষ থেকে দশজনকে ফ্রি IELTS কোর্স এবং ছয়জনকে টিশার্ট ও চারজনকে বই উপহার দেয়া হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফেরদৌস হোসাইন (সিনিয়র কনসাল্টেন্ট অব ওয়েস্টার্ন এডুকেশন)। আরও বক্তব্য রাখেন ফারজানা ইয়াসমিন (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিলর অব ওয়েস্টার্ন এডুকেশন), হারুনুর রশীদ (সিনিয়র কনসালটেন্ট অব ওয়েস্টার্ন এডুকেশন) এবং মো. মহিউদ্দিন আজম (মেনেজিং ডিরেক্টর অব ওয়েস্টার্ন এডুকেশন)।

ক্লাবটির সভাপতি আব্দুল আওয়াল জানান, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী প্রোগ্রাম নিয়ে আসার চেষ্টা করে। আজকের আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারটিও তার অংশ। আমি আশা করব শিক্ষার্থীরা সেমিনারে দেয়া দিক নির্দেশনার মাধ্যমে সফলতা অর্জন করবে।

সাধারন সম্পাদক ফুয়াদ মোস্তাকিম বলেন, আমি আশা করি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব দ্বারা এরকম শিক্ষার্থীবান্ধব ইভেন্ট আরও হবে।