৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে পাবনায় ৩য় ধাপারে তিনটি উপজেলা পরিষদের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ইভিএমসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেন।

সেই সঙ্গে কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করা নিরাপত্তায় থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।গতকাল ৩য় ধাপে পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে। ভোট গ্রহণ হবে ইভিএমের মধ্যেমে।

তিনটি উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০জন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবনা জেলা নির্বাচন রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।