ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়েছে সারা দেশ জুড়ে। ধীরে ধীরে এর প্রভাব পারতে শুরু করেছে। রাজধানী উত্তরায় এর বেশ কিছু জায়গায় এর প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। সেক্টরের বিভিন্ন জায়গায় রাস্তা জুড়ে পড়ে থাকতে দেখা যায় ছোট ও মাঝারি থেকে শুরু করে বড় ধরনের বেশ কিছু গাছ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর তৃতীয় প্রকল্পেও ঘূর্ণিঝড় রেমালের তান্ডব শুরু হতে না হতেই অসংখ্য গাছ পড়ে আছে রাস্তা জুড়ে। অতি প্রয়োজনে কেউ বাইরে বের হলেও বিঘ্নিত হচ্ছে গাড়ি চলাচল। তবে এখনো পর্যন্ত কোন এক্সিডেন্ট বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে আজ সকাল ১০.০০ ঘটিকার দিকে উত্তরার জসীমউদ্দীন রোডে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি গাছ উপড়ে পড়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন।
তিনি জানান, ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে জসিম উদ্দিন রোডে একটি প্রাইভেট কারের ওপর বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে তাদের আধা ঘণ্টা চেষ্টার পর গাছটি কেটে গাড়িটি উদ্ধার করা হয়। এছাড়াও গাছ উপড়ে পড়ায় সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হওয়ায় গাছটি সেখান থেকে সরানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে বাতাসের পাশাপাশি অতি বৃষ্টির কারণে উত্তরখান ও দক্ষিণ খানের বেশিরভাগ রাস্তা তলিয়ে যাওয়ায় যান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। এতে ঘরবন্দী হয়ে পড়েছে এলাকায় বসবাসরত সাধারণ জনগন। একদিকে অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুড়িতে এমনিতেই বেহাল দশা অন্যদিকে পায়ে হাঁটা রাস্তাও তলিয়ে যাওয়াই কারো বুঝার উপায় নেই কোনটা গর্ত আর কোনটা রাস্তা। ফলে অনেকেই রাস্তায় পড়ে গিয়ে পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে।
এদিকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে এয়ারপোর্ট থেকে খিলখেত পর্যন্ত পানি জমে পড়ায় স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে শাহবাগে মেট্রোরেলের লাইনে গাছের ডাল ভেঙে পড়া সহ মতিঝিলমুখী বেশ কিছু জায়গায় সোলার প্যানেল পড়ে যাওয়ায় বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছে। তাই সংস্কার না হওয়া পর্যন্ত উত্তরা থেকে কাওরান বাজার মেট্রোরেল চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।
তবে ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য গতিপথ পরিবর্তন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ ধারণ করতে রূপ ধারণ করার সম্ভবনা রয়েছে। তাই সবাইকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
বার্তা বাজার/এইচএসএস