ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের কারনে নির্মাণাধীন এক ভবনের দেয়াল চাপা পড়ে সাইফুল ইসলাম হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবুল হোসেনের ছেলে। নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করতেন।

সোমবার (২৭ মে) সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল জেড আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান জানান, সকালে বৃষ্টিতে হাঁটার সময় পাশের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক বলেন, রবিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ২০৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে।’

গেলো রাত থেকেই চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জলাবদ্ধতার কারনে যাবাহন চলাচলে বেগপেতে হচ্ছে।

বার্তা বাজার/এইচএসএস