পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে শরিফুল নামে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার ২৬ মে দুপুর বারোটার দিকে উপজেলার ধূলাসার ইউনিয়নের আঁশখালী এলাকার বেড়িবাঁধের বাহিরে এ ঘটনা ঘটে। শরিফুল ধূলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ধূলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে পানি বৃদ্ধি পায়। পরে শরিফুল বেড়িবাঁধের বাহির থেকে ভেতরে প্রবেশ করার জন্য সাতার কাটে কিন্তুু জোয়ারের চাপ বেশি থাকায় শরিফুলকে ভাসিয়ে নিয়ে যায়। প্রায় এক ঘন্টা পর শরিফুলের লাশ উদ্ধার করা হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, বিষয়টি আমরা শুনেছি। এছাড়া নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিলো।
বার্তা বাজার/এইচএসএস