ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের হয়রানী ও অসম্মানজনক আচরণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলটির একাংশের নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন এক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২২ মে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি সভায় দলের বিভিন্ন অভ্যন্তরীণ কারণে খন্দকার নাসিরুল ইসলামকে তালাবদ্ধ করে রাখে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পুলিশের সহযোগিতায় দুই ঘন্টা পর উদ্ধার হয় তিনি। পরবর্তীতে এই বিষয়টি ধামাচাপা দিতে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক আব্দুল মান্নান আব্বাস ও নুরুজ্জামান খসরুর নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন ও ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলনের সম্পর্কে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য প্রচার করে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।

এছাড়াও সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, উপজেলা বিএনপি’র স্থগিত কমিটির সদস্য সচিব নুরুজ্জামান খসরু বিভিন্ন ইউনিয়ন কমিটি ও অঙ্গসংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পদবী দেয়ার কথা বলে বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতার সহায়তায় দলীয় নেতাকর্মীদের মামলা মোকদ্দমা দিয়ে বিভিন্ন সময় হয়রানি করে আসছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব আমিন হোসেন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন, টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী ও উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, ‘আমরা এবিষয়ে কোনকিছু জানি না। তবে খোঁজ-খবর নিয়ে খতিয়ে দেখবো। কেউ দলীয় নিয়মশৃঙ্খলা ভঙ্গ করলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


বার্তা বাজার/এইচএসএস