দেশে তৈরী একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ ও ইয়াবাসহ এক নারীকে আটক করেছে শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ।
শনিবার (২৫ মে) ভোর রাত পৌনে ৪ টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
আটককৃত নারী লিজা আক্তার (২৫) বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাতে জাজিরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হকের নেতৃত্বে পুলিশের একটি টিম মুলনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে বোয়ালিয়া গ্রাম থেকে দেশে তৈরী একটি সচল ওয়ান শুটার গান, শর্ট গানের আট রাউন্ড কার্তুজ ও ৪০ পিচ ইয়াবাসহ লিজা আক্তার নামে এক নারীকে আটক হয়। এসময় লিজা আক্তারের সহযোগী আক্কাস আলী পালিয়ে চলে যায়। এঘটনায় লিজা আক্তার ও আক্কাস আলীর নামে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, শুটার গান, কার্তুজ ও ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এঘটনায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার/এইচএসএস