সাতক্ষীরা পাটকেলঘাটার খলিষখালীতে সাপে কাটার ১৩ দিন পর মারা গেলেন এক যুবক। নিহত ঐ যুবক পাটকেলঘাটার খলিষখালী হাজরাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত দলিল উদ্দীনের পুত্র হাবিবুর রহমান (৩৪)।

নিহতের স্বজনেরা জানান, হাবিবুর রহমান ২১ মে (রবিবার) বেলা ১১ টার সময় তার ফার্মে কাজ করার সময় তাকে সাপে কাটার পর প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে, এরপর সিবি হাসপাতালে ও অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিবুরকে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।

বার্তা বাজার/জে আই