তৃতীয় ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের শেষের দিকে এসে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর জনসভায় চলছে হুমকি ও আক্রমনাত্বক বক্তব্য। প্রার্থীদের মধ্যে নুরুল আলম বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জাফর আহমদ সাবেক উপজেলা চেয়ারম্যান। তবে জাফর আহমদের ছেলে দিদার মিয়া মনোনয়ন জমা দিলেও তিনি পিতার পক্ষে কাজ করছেন। জাফর আহমদকে জেতাতে আটঘাট বেধে নেমেছেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। সার্বিক পরিস্থিতি বলছে ভোট যুদ্ধ চলছে বদি বনাম আলম চেয়ারম্যান। তাই ২৯ মে সীমান্ত উপজেলার এই নির্বাচনের দিকে গোটা জেলাবাসীর চোখ।
ভোটারদের সমর্থন আদায়ে উপজেলার ৬টি ইউনিয়নের পাড়া, মহল্লা চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী। অব্যাহত রয়েছে নির্বাচনী জনসভা। এক নির্বাচনী জনভায় জাফর আহমদের পক্ষে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেন, ‘জাফর মুরগী, বদি তার মোরগ’। এসময় নুরুল আলমকে বেঈমান, দূর্ণীতিবাজ আখ্যা দিয়ে বিগত ৫ বছর উপজেলা পরিষদের প্রকল্পের অর্থ আত্মসাত সহ রাজনৈতিক অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন বদি।
২ মে রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় নুরুল আলমকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগে বদির বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন নুরুল আলম। যদিও এ অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেন বদি।
অপরদিকে, জনসভা থেকে বদিকে উদ্দেশ্য করে নুরুল আলম তার কর্মী সমর্থকদের ভয়ভিতি দেখানো থেকে বিরত থাকার জন্য হুশিয়ারী দিয়ে বলেন, গত ১৫-২০ বছরে টেকনাফের শিক্ষা-সংস্কৃতির উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। মাদক চোরাচালান, অপহরণ, খুনখারাবি বেড়ে আইনশৃংখলা পরিস্থিতি তলানীতে পৌছেছে। এখন এসেছেন একজন দূর্ণীতিবাজের পক্ষে ভোট করতে। এছাড়াও জনসভায় ভূক্তভোগী ইউপি সদস্যরা জাফর আহমদ উপজেলা চেয়ারম্যান থাকাকালিন সময়ের দূর্ণীতির চিত্র তুলে ধরছেন।
নির্বাচন বিশ্লেষকদের মতে, মাঠে দুই প্রার্থীর অবস্থান বিবেচনায় নুরুল আলম এগিয়ে রয়েছেন। কারন জাফর বিএনপি থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশের ক্ষোভে জামায়াত-বিএনপির অধিকাংশ সমর্থন আলমের পক্ষে রয়েছে। অপরদিকে সাবেক সাংসদ বদি রিজার্ভ ভোট রয়েছে। যেহেতু জাফর আহমদের পক্ষে কাজ করছেন সেহেতু লড়াই হবে হাড্ডা হাড্ডি। আবার জাফর সহ তার তিন ছেলে প্রচুর কালো টাকার মালিক। সুতরাং তারা মাঠে কালো টাকা ছড়ালে নুরুল আলম টাকার দৌড়ে পেরে উঠা মুসকিল হবে।
তারা আরো বলেন, সম্প্রতি জাফর আহমদের বিরুদ্ধে জনপ্রতিনিধি থাকাকালিন ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। তার পর থেকেই ভোটারদের মনে বহু প্রশ্নের জন্ম নিচ্ছে। তাই গ্রহন যোগ্যতার প্রশ্নে তিনি দুর্ণীতিবাজ হিসেবে ধারনা জন্মেছে ভোটারদের মনে। সর্বশেষ এখন বদি তার একমাত্র ভরসা।
সাবেক ইউপি সদস্য কালু বলেন- প্রার্থী জাফর আহমদ বিগত সময়ে বদিকে রাস্তায় লাঞ্চিত করেছেন। তার ভয়ে বদি ঘর থেকে বাহির হতে পারেন নাই। এলাকায় ঢুকে জাফর বাহিনী বদির এলাকার লোক জনকে পিটিয়েছে। আজকে লজ্জাজনক ভাবে বদি তার পক্ষে নির্বাচন করছেন।
এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে সরওয়ার আলম ও সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক অলোচনায় রয়েছেন। এই উপজেলায় কওমী ঘরনার অলেমদের একচেটিয়া সমর্থনে মৌলভী রফিক এগিয়ে রয়েছেন।
তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তারকে পিছনে ফেলে নতুন প্রার্থী হ্নীলা ইউনিয়নের মর্জিনা মেম্বার এগিয়ে রয়েছেন। গোলাজ জান মাঠে নেই।
আগামী ২৯ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্টিত হবে।
টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। ৬০টি কেন্দ্রে উপজেলার ভোটাররা ইভিএম মেশিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বার্তা বাজার/এইচএসএস