পাবনা জেলার সাথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম, পদ্মবিলা, কুমিরগাড়ী, বামনডাঙ্গা, গাঙ্গহাটিসহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী চরমপন্থিনেতা বিল খোকন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। থানার কুমিরগাড়ি বিশ্বাসপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বিল খোকন বাহিনীর চিহ্নিত সন্ত্রাসী সালাম বিশ্বাস ওরফে বিল খোকনের নেতৃত্বে এলাকায় হত্যা, গুম, অপহরন, ডাকাতি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, জুয়া, মাদক বেচাকেনাসহ বিভিন্ন কর্মকাণ্ডের দাপটে দিশাহারা সাধারণ মানুষ। সাঈদ হত্যা মামলায় ৩২ বছরের কারাদন্ডপ্রাপ্ত চিহ্নিত সন্ত্রাসী সালাম বিশ্বাস ওরফে বিল খোকন জামিন নিয়ে প্রকাশ্যে অপরাধের সাম্রাজ্য কায়েম করেছে।
বিল খোকন বাহিনীর অন্যতম ক্যাডার রানা বিশ্বাস, নিশান বিশ্বাস, রিক্ত বিশ্বাস, মিশর বিশ্বাস, তুহিন বিশ্বাস, সাকিব বিশ্বাস, শাহিন বিশ্বাস, বাদশা বিশ্বাসসহ অজ্ঞাত ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী প্রতিদিন এলাকায় তাণ্ডব চালিয়ে নিরীহ মানুষকে মারধর ও অত্যাচার করলেও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
বিল খোকন বাহিনীর হামলার শিকার নিরীহ মানুষ নিরাপত্তা ও বিচার চেয়ে প্রশাসনের কাছে ধরনা দিয়ে কোনো প্রতিকার না পেয়ে নির্বিকার হয়ে পড়েছেন। সাধারণ মানুষ চাপা ক্ষোভ ও ভয়, নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিন পার করছে। সন্ত্রাসী বিল খোকন বাহিনীর বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যা, অপহরন, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, লুটপাটসহ মারধরের বহু অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার আশ্রয়ে বিল খোকন বাহিনী অপতিরোধ্য হয়ে উঠেছে।
তারা প্রকাশ্যে এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। সন্ত্রাসী চরমপন্থিনেতা বিল খোকন বাহিনী আতাইকুলা থানার বনগ্রাম, পদ্মবিলা, কুমিরগাড়ী, বামনডাঙ্গা, গাঙ্গহাটিসহ আশেপাশের এলাকার বিভিন্ন স্পটে জুয়া ও মাদকের হাট বসিয়ে অপরাধের রাজত্ব কায়েম করছে। এলাকাবাসীর দাবি সন্ত্রাসী বিল খোকন বাহিনীকে আটক করতে অপরাধ নির্মূলে পাবনার সুযোগ্য পুলিশ সুপারের হস্তক্ষেপ প্রয়োজন।