ব্যান্ড, বাজা ও বারাত নিয়ে এক ব্যক্তি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে তার বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছিলেন। কিন্তু তার বিয়ে একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন তিনি ‘বরমালা’ অনুষ্ঠানে কনেকে চুম্বন করে বসেন। কনের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে বরের পরিবারকে মারধর শুরু করে।
ঘটনাটি হাপুরের অশোক নগরের একটি বিবাহের স্থানে ঘটেছিল যখন নবদম্পতি ‘বরমালা’ অনুষ্ঠানের সময় চুম্বন বিনিময় করে। এটা দেখে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এরপর কনের পরিবার বরের আত্মীয়দের মারধর শুরু করে। কনের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে মঞ্চে উঠে বরের পরিবারকে মারধর করে বলে অভিযোগ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাতাহাতির জেরে কনের বাবাসহ ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে আটক করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কনের বাবা তার দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। একটি কন্যার বিবাহ অনিচ্ছাকৃতভাবে পরিচালিত হয়েছিল কিন্তু দ্বিতীয় কন্যার বিয়ে অন্য দিকে মোড় নেয়। কনের পরিবার জানায়, বর তাদের মেয়েকে জোর করে মঞ্চে চুমু খেয়েছিল।
বর অবশ্য পাল্টা দাবি করেছে যে, বরমালা অনুষ্ঠানের পরে কনে চুমু খাওয়ার জন্য তাকে জোর দিয়েছিল।
সিনিয়র হাপুর পুলিশ আধিকারিক রাজকুমার আগরওয়াল মিডিয়াকে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত এই ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই মামলায়, জনশান্তি বিঘ্নিত করার জন্য ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারার অধীনে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
সূত্র : news18
বার্তা বাজার/এইচএসএস