আসন্ন ৫ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্ত’র এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশিষ্ট সমাজসেবক মো. ইমামউদ্দীন ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, টগরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শাহীদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন ফকির, টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি কে এম আসাদুজ্জামান ও পল্লী চিকিৎসক খিজির আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্তকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বার্তা বাজার/এইচএসএস