মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনসাধারণ।

বৃহস্পতিবার (২৩মে) সন্ধ্যা ৬টায় স্থানীয় পঞ্চপল্লী মহাশ্মশান মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বাস কার্তিক চন্দ্র।

উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ – সভাপতি সূর্যকান্ত বিশ্বাস,সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার,জেলা কৃষক লীগের সহ – সভাপতি ও হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ গোপাল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কায়কোবাদ বিশ্বাস,যুবলীগ নেতা তৈয়বুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন রথীন্দ্রনাথ বিশ্বাস।

নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন সাধারণ ভোটার ও ভক্তবৃন্দের মন জয় করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন পর সাধারণ ভোটাররা এবার দলীয় প্রতীক ছাড়া মন খুলে ইচ্ছামত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি। বিজয়ের উল্লাসে এলাকার মানুষ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করানো, ফুলের মালা পড়ানো এমন কি অনুষ্ঠান করে গণসংবর্ধনা দিচ্ছেন।

বার্তা বাজার/এইচএসএস