মাদারীপুরের ডাসারে পল্লী বিদ্যুৎ সমিতির অস্বাভিক বিদ্যুৎ বিলের কারণে বিপাকে পড়ছে সাধারণ গ্রাহকেরা। অভিযোগ উঠেছে, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠে গ্রাহকেরা।

আজ বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎতের অতিরিক্ত ভুতুড়ে বিলের প্রতিবাদে উপজেলার ডাসার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করে গ্রাহকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরজমিনে গিয়ে জানা গেছে, বিগত মাসের বিদুৎ বিল ঠিক থাকলেও চলতি মে মাসের বিল তৈরিতে গাফিলতির কারণে গ্রাহকের বিলের কাগজে অস্বাভাবিক বিল তৈরি করে পৌঁছে দিয়েছে। এতে ক্ষুব্ধ হয় সাধারণ গ্রাহক।এসময় মাদারীপুর ডাসারের সাব-জেনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে সাধারণ গ্রাহকেরা। এসময় তাদের বিদ্যুৎ বিলের অস্বাভাবিক কারণ জানতে চান। তোপের মুখে পড়ে পালিয়ে যায়, লাইন ইন্জিনিয়ার সুফল কুমার পাল। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে জানতে চাইলে ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌহিদুর রহমান বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী বলেন, ডাসারের সংশ্লিষ্ট অফিস বিল তৈরি করে। তাঁরাই বিল আদায় করে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অস্বাভাবিক বিলের ব্যাপারে আমার জানা নেই।

বার্তা বাজার/এইচএসএস