ঢাকা জেলা ডিবি (উত্তর) এর এক অভিযানে পাঁচশত পিচ ইয়াবা ট্যাবলেট ও বিশ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) এসংক্রান্ত এক প্রেস রিলিজ দ্বারা বিষয়টি নিশ্চিত করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
এর আগে, গতকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটে ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মো: আমিনুল ইসলাম সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালান। এসময় মোঃ জাহাঙ্গীর আলম (৫২) এবং মোঃ কাউছার মোল্লা (২৮) দ্বয়ের নিকট হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর ওসি গণমাধ্যমকে জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান। এর ধারাবাহিকতায় ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এইচএসএস