“টেকসই দুগ্ধ শিল্পঃ সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” শ্লোগানে সিরাজগঞ্জ জেলাতে বিশ্ব দুগ্ধ দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে দুগ্ধপান কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জুন) সকাল ১০ ঘটিকায় জেলা শহরের মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গৌরাংগ কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলা ঝন্টু, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাপতি রিয়াজ উদ্দীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা।

এসময় অতিথিগণ আলোচনা সভায় দুগ্ধ পানের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। পাশাপাশি, নিয়মিত ২৫০ মিলি দুগ্ধ পানের আহবান জানান। এরপর সকল শিক্ষার্থীকে একসাথে দুগ্ধপান করান। এছাড়াও দুগ্ধ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বার্তা বাজার/জে আই