চট্টগ্রামে বমি পার্টি ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) গণমাধ্যমকে বিষয়টি জানান বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত গণপরিবহনে বমি পার্টির ছিনতাইকারীদের অভিযোগ আসছিল। গত ৬ মে দুপুরে নগরের ১০ নম্বর বাসের যাত্রী সাইফুল ইসলামের মাথায় বমি করে তার কাছে থাকা ব্যাগ কেটে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় বমি পার্টির ছিনতাইকারীরা। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ অভিযানে নামে। পরে বিশেষ অভিযানে বমি পার্টির সদস্য মোঃ আনোয়ার হোসেন সোহাগকে (৪০) কাফরুল থানা এলাকা থেকে ও মোঃ সাহাব উদ্দিনকে (৩৮) নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেই সাথে ভুক্তভোগীর ছিনতাইকৃত টাকার মধ্যে ১৫ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারদের বিরুদ্ধে সিএমপি ও ডিএমপির বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।

বার্তা বাজার/এইচএসএস