আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ৫ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে টিয়াপাখি প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খান আমিরুল ইসলামকে বিজয়ী করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মে) সকাল ১১টায় উপজেলার গোপালপুর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালপুর বাজার মসজিদের সাবেক ইমাম হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, গোপালপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি মো. বাবলু, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সভাপতি আকবার হোসেন, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, ব্যবসায়ী শাহাজাহান মোল্যা, মামুন শেখ, জুয়েল খান প্রমুখ।

সভায় বক্তারা গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলামকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ঐকবদ্ধ হয়ে টিয়াপাখি প্রতীকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।