টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মঙ্গলবার( ২১মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন বেসরকারী৫২হাজার৩১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী বিজয় ঘোষনা করেন সহকারী রিটার্নিং অফিসার ইরতিজা হাসান।

তার নিকটতম প্রতিদ্বন্দী আলোক ফাউন্ডেশন হাসপাতালের স্বত্বাধিকারী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ লোকমান হোসেন ৪১হাজার ৯৫৩ ভোট পেয়ে পরাজিত হোন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেন ৩জন।

মোঃ আব্দুস ছালাম খান আউয়াল টিউবয়েল প্রতিক ৪৩ হাজার৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হোন। তার নিকতম প্রতিদ্বন্দী কাজী আরজু তালা প্রতিক নিয়ে ২৮হাজার৯০০ভোট পেয়ে দ্বিতীয় হোন ,মোঃ আতিকুর রহমান চশমা প্রতিক নিয়ে ২০হাজার ৩৮ ভোট পেয়ে তৃতীয় হোন। মহিলা ভাইসচেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া প্রজাপতি প্রতিক নিয়ে ৪৭হাজার ১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হোন।তার নিকটতম প্রতিদ্বন্দী শাহীনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতিক নিয়ে ২৯হাজার ৮৩৩ ভোট পেয়ে দ্বিতীয় হোন, মোছাঃ নাজমুন্নাহার নাজমা কলস প্রতিক নিয়ে ১৫হাজার৮৩৭ ভোট পেয়ে তৃতীয় হোন।