গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভেকুর কন্ট্রাক্টরকে ৩ মাস ও ভেকু চালকের ১ মাস করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে কলাবাড়ি ইউনিয়নের নলুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নের বড় ডোমরা শুর গ্রামের মৃত বিজয় বৈদ্যের ছেলে মাটি কাটার কন্ট্রাক্টরকে আশিক বৈদ্য (৪০) ও পাবনা জেলার বেড়া থানার দয়ারামপুর গ্রামের কামাল শেখের ছেলে ভেকু চালক হানিফ শেখ (৪০)।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় আশিক বৈদ্যকে ৩ মাস ও হানিফ শেখকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন কোটালীপাড়া থানার পুলিশ সদস্য, এলাকার জনপ্রতিনিধি এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারী বৃন্দ।

বার্তাবাজার/এম আই